নিউজ ডেস্কঃ
ভোলা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মো. এনায়েত উল্ল্যাহ্’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। শুক্রবার রাতে তিনি শোক বার্তায় শোক প্রকাশ করেন।
শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, প্রফেসর মো. এনায়েত উল্ল্যাহ্ ভোলার শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। পুরো জেলায় শিক্ষা বিস্তারে তার অবদনা অনস্বীকার্য।