1. admin@news.bholarnews.com : admin :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন

ভোলায় ক্ষুদ্র মৎস্যজীবি ৬০ পরিবার পেলো বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

ভোলায় ক্ষুদ্র মৎস্যজীবি ৬০ পরিবার নারীদের মাঝে বিকল্প কর্মসংস্থানের জন্য ছাগল ও মাচা পদ্ধতিতে ছাগল রাখার ঘর নির্মানের জন্য নগদ টাকা বিতরন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে জেলেদের জীবন-জীবিকার মানোন্নয়ন প্রকল্পের মাধ্যমে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন ভোলা এর কার্যালয় ছাগল পালন, যত্ন, রোগ বালাই চিহ্নিতকরণ ও চিকিৎসা বিষয়ে পরামর্শ প্রদানের মাধ্যমে ভোলা সদর উপজেলা ভেদুরিয়া ও ধনিয়া ইউনিয়নের ক্ষুদ্র মৎস্যজীবি পরিবারের নারীদের মধ্যে ৬০০০ টাকা মূল্যের ৬০টি ছাগল এবং মাচা পদ্ধতিতে ছাগল রাখার ঘর নিমানের্র জন্য নগদ ১৬০০ টাকা করে প্রদান করা হয়েছে।

এসময় কোস্ট ফাউন্ডেশন ভোলা জেলার টিম লিডার রাশিদা বেগম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খাঁন, দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজ হাসনাইনসহ ভোলার সাংবাদিক ও প্রকল্পের সদস্যগন।

এসময় বক্তারা বিভিন্ন সময় নদীতে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা থাকে। তখন অসহায় দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে হাঁস, মুরগি, গরু, ছাগল, শস্যবীজ, সার ঔষধ, গভীর নলকূপ, মৎস্য পোনাসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হচ্ছে। বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন জেলেদের জীবন-জীবিকার মানোন্নয়ন প্রকল্পের অর্থায়নে অসহায় জেলে পরিবারে সহায়তা করা হচ্ছে। এবং এ সকল পরিবার যাতে সঠিক ভাবে পরিচালনা করতে পারে বা লালন পালন করতে পারে তার জন্য পরামর্ষ ও মনিটরিং এর ব্যবস্থা করার কথাও জানান তারা।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ