1. admin@news.bholarnews.com : admin :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন

ধর্ষিত হয়ে উল্টো গ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে দিন কাটছে বিধবা নারীর

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ৮নং মুলাইপত্তন গ্রামে। বলছি টবগী ইউনিয়নের বাসিন্দা বিবি মরিয়মের কথা, তার স্বামী ব্রেনস্ট্রোকে এক বছর আগে মারা যান, এর পর থেকেই একই বাড়ির সম্পর্কে বাসুর আলমগীর বিভিন্নভাবে কু প্রস্তাব দিয়ে এসেছে। এমনকি আলমগীরের আত্মীয় মিন্টু হাওলাদারের (উকিল হিসেবে) মাধ্যমেও বিয়ের প্রস্তাব দেন বিধবা নারী বিবি মরিয়মকে।

কোনভাবেই রাজি না করাতে পেরে গত ১৭ অক্টোবর একা পেয়ে বাসায় ডুকে উৎ পেতে বসে থাকে, রাত গভীর হলে হঠাৎ খাটের নিচ থেকে বের হয়ে মুখ চেপে ধরে বলে চিৎকার চেচামেচি করবি না, চিৎকার করলে তুইও মরবি আমিও মরমু। বাহিরের লোকে জানলে খবর আছে কিন্তু, তোকে আমি বিয়ে করবো,এরপর পবিত্র কোরআন শরিফ হাতে নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে। আবার দ্বিতীয় পর্যায়ে ধর্ষণ চেষ্টাকালে ধস্তাধস্তির একপর্যায়ে আলমগীর মাথা ঘুরিয়ে খাটের পায়ার সাথে আঘাত লেগে মাটিতে লুটে পড়ে, তখনই বাজে বিপত্তি। ঘটনা মোড় ঘুরে যায় অন্য দিকে।

তাৎক্ষণিক আলমগীরের ছেলেরা সুস্থ বাবাকে অসুস্থ সাজিয়ে ঘটনাকে ভিন্নখাতে প্রবায়িত করে উল্টো মামলা দেন বিধবা নারী মরিয়মসহ আরো নির্দোষ অন্তত ৫/৬জনকে জড়িয়ে। তারা ঔ দিন ভোলাতেই ছিল না। অনেকেই ছিল নিজেদের কর্মস্থলে।

বিধবা মরিয়মকে আলমগীর ধর্ষণ করেছে তার প্রমাণও মিলেছে ডিএনএ রিপোর্টের মাধ্যমে যা ইতিমধ্যে পুলিশের হাতে এসে পৌঁছেসে।

এদিকে বিধবা নারীর দিন কাটছে ফেরারি আসামি হয়ে। ধর্ষেণের ঘটনাকে ভিন্ন খাতে ঘুরানোর প্রচেষ্টায় উল্টো সাতজনকে আসামি করে বোরহানউদ্দিন থানায় চুরি ও ছিনতাই এবং প্রাণনাশের হুমকির মামলা দিয়ে ঘর ছাড়া করে রেখেয়ে বিধবা নারী সহ পারা প্রতিবেশীদের। অথচ যারা এই ঘটনার কিছু ই জানত না।

মরিয়ম ধর্ষণের শিকার হয়েও মামলা দিতে গেলে পুলিশের পক্ষ থেকে বারণ করে। অথচ মরিয়মসহ পাড়া-প্রতিবেশিদেরকে মামলা দিয়ে নাজেহাল করে রেখেছে। রিয়াজ নামের একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

বিবি মরিয়ম বলেন, আমার আত্মহত্যা ছাড়া আর কোন উপায় নাই, আমার এক পা এখন কবরে বয়স হয়েছে। শেষ বয়সে আল্লাহ কেন আমার সাথে এমন ঘটেছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদুল ইসলাম বলেন, এমন অন্যায় হতে থাকলে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে কিভাবে। পুলিশ আরো স্বচ্ছ তদন্ত করে দেশ ও দশের উপকারে আসতে হবে। অসহায় বিধবা নারীর পক্ষে মানবিক দিক বিবেচনায় হলেও কাজ করা উচিত।

বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, বিধবা নারীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে, তদন্ত চলছে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ