কলেজ প্রতিবেদকঃ
ভোলা সরকারি কলেজের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী কল্যান তহবিলের সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া নির্বাচনে কমিটির ২ সদস্য পদে সর্বমোট ৫ জন প্রতিদ্বন্দ্বীতা করে। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. হুমায়ুন কবির ফলাফল ঘোষণা করেন।
এতে দোয়াত কলম প্রতীকে নিয়ে সবচেয়ে বেশি ৩৮ ভোট পেয়ে ১ম সদস্য নির্বাচিত হয়েছেন কলেজের পদার্থ বিদ্যা বিভাগের অফিস সহকারী মো. আবদুল করিম। ২য় সদস্য পদে গণিত বিভাগের অফিস সহকারী মো. হাবিবুর রহমান চেয়ার প্রতীক নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২০ ভোট পেয়ে কমিটিতে জায়গা করে নিয়েছেন। পরে নির্বাচিত ২ জন সদস্য কর্মচারী কল্যাণ তহবিলের সভাপতি ও ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.টি.এম রেজাউল করিম এবং সম্পাদক মো. হুমায়ুন কবিরের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।