স্টাফ রিপোর্টারঃ
মাদক বিরোধী অভিযানে সরকার পতনের পর দীর্ঘ কয়েক মাস চেষ্টা করে, ইলিশা ঘাট থেকে একজন মাদক কারবারিকে ১ কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হয় ইলিশা তদন্ত কেন্দ্রর পুলিশ টিম। আটককৃত মাদক কারবারি রেজাউল গাজী, দক্ষিণ আইচা থানা, গ্রাম চর কলমি, পিতা-হামিদ গাজী ছেলে বলে জানা যায়।
ইলিশা তদন্ত কেন্দ্র ইনচার্জ তাজীব ইসলাম বলেন, গোপন সংবাদের মাধ্যমে ইলিশা ঘাট অভিযান চালিয়ে লঞ্চ ঘাট থেকে রেজাউল গাজীকে ১ কেজি গাঁজাসহ দুপুর ১২টায় আটক করতে সক্ষম হয়। আটককৃত রেজাউল গাজী বিরুদ্ধে ভোলার সদর মডেল থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।