স্টাফ রিপোর্টারঃ
ভোলা পৌর প্রশাসক অবৈধ পৌর হকার্স মার্কেট ভেঙ্গে ফেলার উদ্যোগ নেন। তিনি এ ব্যাপারে সেখানকার ব্যবসায়ীদের অতিদ্রুত দোকান খালি করার নির্দেশ দিয়ে নোটিশ করেন। এছাড়াও ভোলা মাইকিং করে সবাইকে বিষয়টি অবগত করেন। এই খবর পেয়ে পৌর হকার্স মার্কেট এর ব্যবসায়ীরা যাতে সেখানে ব্যবসা করতে পারেন এবং দোকান যাতে না ভাঙ্গে সে জন্য জেলা প্রশাসকের বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন। রবিবার (২৯শে ডিসেম্বর) হকার্স মার্কেট ভোলা সদর উপজেলার সভাপতির স্বাক্ষরিত স্মারকলিপি ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান বরাবর প্রদান করেন।
স্মারকলিপিতে তারা বলেন, বর্তমান পৌর প্রশাসক ভোলা পৌর হকার্স মার্কেট ভাঙ্গার পরিকল্পনা করছে। দোকান খালি করার জন্য আমাদেরকে নোটিশ করে নির্দেশ দিয়েছে এবং মাইকিং করেছেন। অথচ ভোলা পৌরসভার হকার্স মার্কেট এর কক্ষ বরাদ্দ ৫ই নভেম্বর ২০১২ইং সনে আহ্বান করলে পৌরসভাকে স্থায়ী জামানত দিয়ে দোকান বরাদ্দ নেই। তারপর সেখানে দীর্ঘ বছর ধরে ব্যবসা করে আসছি। এই ব্যবসায়ীদের মধ্যে বেশির ভাগ ব্যবসায়ী অত্যান্ত গরিব ও নি¤œ আয়ের মানুষ। প্রতিটি মালিকের ৪-৫টি দৈনিক সমিতির লোন আছে এবং দৈনিক কিস্তি চালাতে হয়। আমরা সকল ব্যবসায়ী যেমন, লেবু, কাঁচা মরিচ, আলু, পিয়াজ, শাক-সবজী, চায়ের দোকান ও অন্যান্য নৃত্য প্রয়োজনীয় ব্যবসায় জড়িত আছে। উক্ত ব্যবসার উপরেই আমাদের সকলের সংসার চলে। প্রতিটি দোকানের সাথে ৫-৬জন পরিবার জড়িত। অর্থাৎ ২-৩হাজার মানুষের জীবন নির্বাহের ব্যবস্থা হয় এবং প্রত্যেক মালিকগণই উক্ত ব্যবসার উপর তাদের জীবন যাত্রা নির্ভর করে।
তারা বলেন, আমরা এখানে ব্যবসা করে পরিবার পরিজন নিয়ে দুমুঠো ডাল-ভাত খেয়ে বেচে আছি। তাই সকল ক্ষুদ্র ব্যবসায়ী ও তাদের পরিবারের বিষয়টি চিন্তা করে দোকান ঘর ভেঙ্গে না ফেলে সেখানে ব্যবসা করার সুযোগ করে দেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছি।