লালামোহন প্রতিনিধিঃ
লালমোহন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সন্ত্রাস, নাশকতা, বাল্যবিবাহ, মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা মূলকসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তৈয়বুর রহমান, লালমোহন থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. মাসুদ হাওলাদার। লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, জামায়াতে ইসলামির লালমোহন উপজেলার আমির মাওলানা মো. আবদুল হক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।