চরফ্যাশন প্রতিনিধিঃ
চরফ্যাশন উপজেলার উত্তর চরমানিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দোষীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার উত্তর চরমানিকা নতুন বাজার মেইন সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলো। এমসয় বক্তব্য দেন উত্তর চরমানিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, সহকারী ফিরোজ, মো. বেল্লাল হোসেন। এছাড়াও শিক্ষার্থী মো.সোলাইমান, যুবায়ের, এবং ইয়াছমিন ও স্মৃতি প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শিক্ষকের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। অনর্থয় কঠিন আন্দোলন গড়ে তুলবেন বলে হুশিয়ারী দেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে উপজেলার চরমানিকা ইউনিয়ন ২নং ওয়ার্ডের বাসিন্দা ও উত্তর চরমানিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজান স্থানীয় মানিকা নতুন বাজার থেকে স্কুল সংলগ্ন তার বাড়িতে যাওয়ার পথে মেইন সড়কের ওপর একই ইউনিয়ন ১নং ওয়ার্ডের বাসিন্দা মৃত ইউসুফ আলীর ছেলে মো. বজলু পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা স্কুল শিক্ষক মিজানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করেছেন স্কুল শিক্ষক মিজানের পরিবার।
ঘটনার পর থেকে অভিযুক্ত মো. বজলুর আত্মগোপনে থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভুঁইয়া বলেন, স্কুল শিক্ষক মিজানের ওপর হামলার ঘটনায় একটি মামলা নেয়া হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।