1. admin@news.bholarnews.com : admin :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন

চরফ্যাশনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশ কাল শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

চরফ্যাশন প্রতিনিধিঃ

চরফ্যাশনে জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার ব্রজগোপাল টাউনহলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সর্বসম্মতিক্রমে আগামী দু’বছরের জন্য মাহবুবুর রহমানকে সভাপতি ও শামসুদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট চরফ্যাশন উপজেলা কমিটি গঠন করে তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়।

শ্রমিক কল্যাণ ফেডারেশন চরফ্যাশন উপজেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা মহিব্বুলাহ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ভোলা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইসমাইল হোসেন মনির। এসময় বিশেষ অতিথি ছিলেন লালমোহন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালেক, চরফ্যাশন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসাইন ও সেক্রেটারি মাওলানা আবুল কাসেম প্রমুখ। সম্মেলন শেষে উপজেলা শহরে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ