স্টাফ রিপোর্টারঃ
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে হাওলাদার মার্কেটে দিনদুপুরে এক দল সন্ত্রাসী প্রাকাশ্যে ডা: মাহমুদুল হাসান রিপনের দোকান ভাংচুর চালিয়ে ক্যাশ থেকে নগদ টাকা লুট করে নিয়ে যায়। গত রোববার এ ঘটনা ঘটে।
দোকান ভাংচুরের শিকার ডা: মাহমুদুল হাসান রিপন বলেন, রবিবার দুপুর বেলায় আমি দোকানে বসা অবস্থায় এক দল সন্ত্রাসী হঠাৎ আমার দোকানের উপর হামলা চালায়। আমাকে বিভিন্নভাবে আক্রমণ করে, দোকানের মালামাল ভাংচুরের মাধ্যমে ক্যাশে থাকা টাকা পয়সা নিয়ে যায়। এই ঘটনার প্রেক্ষাপটে সোমবার সন্ধ্যায় ওই এলাকার ব্যবসায়ীসহ পশ্চিম ইলিশার ইউনিয়নের বিএনপির সাবেক সেনা সদস্য নাছির, ইউছুফ সোহাগ, স্বেচ্ছাসেক দলের ইসমাইল, নিরব মোল্লাসহ স্থানীয় লোকজন একটি বিক্ষোভ মিছিল বের করেন।
এদিকে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যান ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজিব ইসলামসহ একটি পুলিশ টিম। ইনচার্জ তাজিব ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।