1. admin@news.bholarnews.com : admin :
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন

নজরুল হক অনুর সাংবাদিকতায় ৪০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ

ভোলার সিনিয়র সাংবাদিক এডভোকেট নজরুল হক অনুর সাংবাদিকতায় ৪০ বছর পূর্তি উৎসব উপলক্ষে সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) জাতীয় সাংবাদিক সংস্থা ভোলা জেলা শাখার আয়োজনে এড. নজরুল হক অনুর সাংবাদিকতায় ৪০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা বিএনপির সভাপতি ও জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আলতাফ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রবীন সাংবাদিক মো: আবু তাহের, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হাসান সরদার জুয়েল, সিনিয়র সাংবাদিক এম এ বারী, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, কবি, সাংবাদিক হাসান মাহমুদ, সুপ্রিম কোর্ট ল’ইয়ার্স অব ভোলা এর সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ হোসেন, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাতীয় সাংবাদিক সংস্থা, ভোলা জেলা শাখার সভাপতি আব্দুস সহিদ তালুকদার। অনুষ্ঠানে সঞ্চালনা করেন, বিশিষ্ট আবৃত্তি শিল্পী উপস্থাপক তালহা তালুকদার বাঁধন।

এছাড়াও ভোলার শিক্ষক, আইনজীবী, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ এই স্বনামধন্য সাংবাদিকের ৪০ বছর পূর্তি উৎসবে অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, দীর্ঘ ৪০ বছর নজরুল হক অনু তাঁর লেখনির মাধ্যমে ভোলা ও ভোলাবাসীর কল্যাণে কাজ করেছেন। অর্জণ করেছেন নানান সাফল্য। তিনি লেখালেখির মাধ্যমে নিপিড়িত, নির্যাতিত মানুষের পাছে ছিলেন। মানুষের কল্যাণে কাজ করেছে। ভোলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার কথা তার লেখার মাধ্যমে তুলে ধরেছেন।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ