1. admin@news.bholarnews.com : admin :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন

বিআইডব্লিউটিএ’র যাচাই ছাড়াই আটক ড্রেজার মালিকানা শনাক্ত !

  • প্রকাশ কাল শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

বিআইডব্লিউটিএ’র রেজিষ্টেশন যাচাই ছাড়াই আটককৃত ড্রেজার মেশিন মালিকানা শনাক্ত করে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করেছে মামলার তদন্তকারী অফিসার মির্জাকালু নৌ-পুলিশ ফাঁড়ির এসআই ইউসুফ। বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদী থেকে বালু উত্তোলন করায় অবৈধ ড্রেজার মেশিন ও একটি বাল্কহেড (জাহাজ) আটক করেছে সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মেহেদী হাসান। আটক হওয়া ড্রেজার মেশিন ও বাল্কহেড জাহাজের বিরুদ্ধে গঙ্গাপুর ইউনিয়ন ভুমি কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। বোরহানউদ্দিন থানার মামলা নম্বর-৩১, তারিখ ২৯-নভেম্বর ২০২৪ ইং।

ওই মামলায় আটকহওয়া ড্রেজার মেশিন ও বাল্কহেড (জাহাজ) মালিকানা শনাক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য বিজ্ঞ আদালত নির্দেশ প্রদান করেছেন। বিআইডব্লিউটিএ’র রেজিষ্ট্রেশন নম্বার ও কাগজপত্র ছাড়াই আটক হওয়া ড্রেজার মেশিন ও বাল্কহেড (জাহাজ) এর মালিকানা শনাক্ত করে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করেছে তদন্তকারী অফিসার।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়ক কেন্দ্র ফাউন্ডেশনের পটুয়াখালী ও ভোলা জেলার সভাপতি মোঃ রিজন হাওলাদার জানান, বিআইডব্লিউটিএ”র রেজিষ্ট্রেশন নাম্বার ও মালিকানা কাগজপত্র যাচাই না করে আদালতে প্রতিবেদ দাখিল করায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। মামলার তদন্তকারী অফিসার মির্জাকালু নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মোঃ ইউসুফ কিভাবে মালিকানা যাচাই করে প্রতিবেদন দাখিল করেছে ? এমন প্রশ্ন তার।

মামলার তদন্তকারী অফিসার মির্জাকালু নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মোঃ ইউসুফ জানান, আমি গতকালকে বদলী হয়ে বরিশালে চলে আসছি। ড্রেজার মেশিন ও বাল্কহেড জাহাজ এর বিআইডব্লিউটিএ রেজিষ্ট্রেশন নাম্বার না থাকায় বিআইডব্লিউটিএ’র কাছে কিছু জানতে চাইনি। মালিক পক্ষের কাছে কাগজপত্র যা পেয়েছি তাদিয়ে আদালতে প্রতিবেদন দিয়েছি।

মিজাকালু নৌ-পুলিশ ফাঁড়ির (ওসি) সৈয়দ মোশারফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিআইডব্লিউটিএ কাগজপত্র ও মালিকানা যাচাই করে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করতে মামলার তদন্তকারী অফিসারকে নির্দেশ প্রদান করেছি। বিআইডব্লিউটিএ মালিকানা যাচাই ছাড়াই কিভাবে আদালতে রিপোর্ট দিয়েছে তা আমি জানিনা।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ