1. admin@news.bholarnews.com : admin :
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন

কমিউনিটি এডুকেশন ওয়াচ কমিটির পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত

  • প্রকাশ কাল শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

ভোলার ধনিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে “কমিউনিটি এডুকেশন ওয়াচ কমিটি”-এর কাজের অগ্রগতি শেয়ারিং এবং সংশোধিত পরিকল্পনা প্রণয়নের জন্য পাবলিক হিয়ারিং-২০২৪। আজ শনিবার (২১ ডিসেম্বর) এ সভার আয়োজন করা হয় গণস্বাক্ষরতা অভিযানের সহযোগিতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর বাস্তবায়নে। অনুষ্ঠানের আয়োজন করে ধনিয়া ইউনিয়ন পরিষদ ও স্থানীয় কমিউনিটি এডুকেশন ওয়াচ কমিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ধনিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক আহসান হাফিজ। সভায় সভাপতিত্ব করেন ধনিয়া ইউনিয়ন ওয়াচ কমিটির সভাপতি এম এ জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আবু তাহের এবং জিজেইউএস-এর উপপরিচালক গোপাল চন্দ্র শীল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিজেইউএস-এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার আলমগীর হোসেন। এছাড়া প্রোগ্রাম অফিসার ইসমাইল জবিউল্লাহসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

পাবলিক হিয়ারিং ২০২৪-এ উপস্থিত ইউনিয়ন ওয়াচ কমিটির সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও যুব ফোরাম এর সদস্য বৃন্দ তাদের মতামত ও সুপারিশ উপস্থাপন করেন, যা পরবর্তী সময়ে সংশোধিত পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে। বক্তারা শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগকে আরও বিস্তৃত পরিসরে বাস্তবায়নের আহ্বান জানান।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ