স্টাফ রিপোর্টার:
ভোলায় স্মার্ট প্রকল্পের স্টাফ ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) স্মার্ট প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) আয়োজনে সংস্থার হলরুমে এ ওরিয়েন্টেশনের আযোজন করে। ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিজেইউএসের পরিচালক (মাইক্রোফিন্যান্স) হুমায়ূন কবীর, পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ মোস্তফা কামাল, সহকারী পরিচালক (মাইক্রোফিন্যান্স) মোঃ মিজানুর রহমান এবং সহকারী পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী ডা. তরুণ কুমার পাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্পের এনভায়রনমেন্ট অফিসার মোঃ মনসুর আলম সিকদার। এই প্রশিক্ষণে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রকল্পভুক্ত এলাকার এরিয়া ও শাখা ইনচার্জ, অগ্রসর অফিসার এবং স্মার্ট প্রকল্পের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।