1. admin@news.bholarnews.com : admin :
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

বিশেষ প্রতিনিধি:

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছেন ভোলার পুলিশ প্রশাসন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পুলিশ অফিস সম্মেলন কক্ষে এ সম্বর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো: শরীফুল হক। অনুষ্ঠানের শুরুতে ভোলা জেলার ১১ জন অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের জেলা পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেয়া হয়। পরে পুলিশ অফিসার্স মেসে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান ও অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ও ডিআইও-১ জেলা বিশেষ শাখাসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ