1. admin@news.bholarnews.com : admin :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন

হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনষ্টিক সেন্টারের মালিকদের সাথে সিভিল সার্জনের মতবিনিময়

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

ভোলায় বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের মালিকদের সাথে সিভিল সার্জনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডা. মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং ভোলা জেলা বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার মালিক সমিতির কোষাধ্যক্ষ আরিফ হোসেন লিটনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলা বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, সহ-সভাপতি জামাল উদ্দিনসহ ভোলা জেলার অন্তত দেড় শতাধিক বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের মালিকগণ। এ সময় আরো বক্তব্য রাখেন শাহবাজপুর জেনারেল হাসপাতালের চেয়ারম্যান আব্দুস সহিদ তালুকদার, ব্যবস্থাপনা পরিচালক এরশাদুল ইসলাম আজাদ, যমুনা ডায়াগনষ্টিক সেন্টারের মালিক মোঃ জসিম উদ্দিন, ভোলা স্কয়ার ডায়াগনষ্টিকের মালিক মোঃ মুনছুর আলম, সাংবাদিকদের মধ্যে একুশে টিভি প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, মানবজমিন প্রতিনিধি এডভোকেট মনিরুল ইসলাম, ৭১ টিভি প্রতিনিধি কামরুল ইসলাম, ব-দ্বীপ ফোরামের মীর মোশারেফ অমি প্রমূখ।

এ সময় বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার মালিকগণ তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধাসহ বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের নানা বিষয় তুলে ধরেন। তাদের এ সকল সমস্যাগুলো সমাধানে দ্রুত সিভিল সার্জনের সহযোগিতা কামানা করেন। মালিকগণের দাবীর প্রেক্ষিতে সিভিল সার্জন ডা. মনিরুল ইসলামও তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে সমাধানের আশ্বাস প্রাদন করেন।

এদিকে বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার মালিকগণ এবং সাংবাদিকদের বিগত সিভিল সার্জনের নানা অনীয়ম ও অর্থ দুর্নীতির বিষয়ে এক প্রশ্নের জবাবে বর্তমান সিভিল সার্জন মনিরুল ইসলাম বলেন, পিছনে কি হয়েছে তা আমার জানার প্রয়োজন নেই। কিন্তু আমি থাকাকালীন সময়ে ভোলা সিভিল সার্জন অফিসে কোন অনীয়ম ও দুর্নীতির প্রশ্রয় দেয়া হবে না। বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের লাইসেন্সসহ বিভিন্ন বিষয়ে যদি কারো বিরুদ্ধে অর্থ দুর্নীতির অভিযোগের প্রমাণ মেলে তা হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ