1. admin@news.bholarnews.com : admin :
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম

ভোলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

  • প্রকাশ কাল বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

“প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এ শ্লোগানে ভোলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং টিটিসি’র যৌথ আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

প্রবাসী কল্যাণ শাখার সহকারী কমিশনার যায়েদ হোছাইনের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন, ভোলা টিটিসি’র অধ্যক্ষ মো. কাইয়ুম, আইএফআইসি ব্যাংকের ভোলা শাখার ম্যানেজার এ এস এম ফজলে হক ইসলামি ব্যাংক ভোলা জেলা শাখার প্রধান মোহাম্মদ মোবাশ্বের, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার শহীদুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অসামান্য অবদান রয়েছে। প্রবাসীদের অধিকার রক্ষা এবং প্রবাসী কর্মী ও তাদের কল্যাণ নিশ্চিত করতে হবে। প্রবাসীরা যোদ্ধা, যারা দেশের অর্থনৈতিক, শিক্ষা ও সমাজ উন্নয়নের জন্য লড়ছে পরিবারের সদস্যদের ছেড়ে বহু দূরের দেশে। কিন্তু তার বিপরীতে প্রবাসীদের সম্মান দেওয়া হয় খুব কম। মুক্তিযোদ্ধারা দেশ গঠনের জন্য প্রাণ দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, আর প্রবাসীরা দেশের অর্থনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। প্রবাসীরাও মুক্তিযোদ্ধাদের মতো জাতির সূর্যসন্তান। কাজেই প্রবাসীদের অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য করা বন্ধ করতে হবে, প্রবাসে তাদের যেকোনো বিপদে এগিয়ে আসতে হবে, এয়ারপোর্টে তাদের হয়রানি বন্ধ করতে হবে। প্রবাসীদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদানের মাধ্যমেই দেশের জন্য অসামান্য অবদান স্বীকার করতে হবে বারবার। সভা শেষে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস থেকে শিক্ষাবৃত্তির চেক বিতরণ এবং জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের এবং সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ