স্টাফ রিপোর্টার:
ভোলায় ২ দিন ব্যাপী রেইজ প্রকল্পের মাস্টার ক্রাফটর্স পার্সন ওরিয়েন্টেশন শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর রেইজ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইএস) তাদের হলরুমে ওরিয়েন্টেশনের আয়োজন করে।
সমাপনি দিনে প্রধান অতিথি ছিলেন পিকেএসএফ এর ব্যবস্থাপক কর্যক্রম গোলাম জিলানী। জিজেইউএস এর পরিচালক এডভোকেট বীথি ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জিজেইউএস পরিচালক (মাইেক্রেফিন) হুমায়ুন কবীর, জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনিস্টিটিউটের অধ্যক্ষ সাধন কুমার পাল, জিজেইউএস এর উপ পরিচালক জাহিদ হোসেন মাসুদ প্রমূখ। ওরিয়েন্টেশনে মোবাইল সার্ভিসিং, বিউটি ফিকেশন, ইলেকট্রিক ইন্সটুলেশনের গুরুরা অংশ নেয়।