স্টাফ রিপোর্টার:
‘সমাজের মূলমন্ত্রে সতত, ধৈর্য, নিষ্ঠা-ঐক্যের বন্ধনে মানবতা হোক প্রতিষ্ঠা’ এই স্লোগান নিয়ে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ভোলার বাংলাবাজার জেলা পরিষদ ২য় তলায় রুপালি ডিজিটাল প্রিন্ট অফিসে মোনাজাতের মধ্য দিয়ে ‘সেবা সম্মিলিত ঐক্য সমাজের আত্মপ্রকাশ’ সূচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৃজনশীল যুব সংঘের প্রধান নির্বাহী ইউসুফ হোসেন খান। বিশেষ অতিথি ঢাবির শিক্ষার্থী ভিলেজ স্কুল বিডির প্রধান শিক্ষক মুহিব্বুল্লাহ মুহিব।
প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ হোসেন খান বলেন, সেবাকে জাগ্রত করতে আমাদের ঐক্যের কোন বিকল্প নাই। সম্রীতির বন্ধনে মানবতাকে জাগিয়ে তুলতে হবে। ভিন্ন ভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালিত হওয়ার সাথে আমাদের এই কেন্দ্রবৃন্দ সেবা সম্মিলিত ঐক্য সমাজ এগিয়ে যাবে।আমরা সকলের সমন্বয়ে যৌক্তিক সিদ্ধান্ত নিয়ে সমাজ বিনির্মাণে কাজ করব।
বিশেষ অতিথি ঢাবি শিক্ষার্থী মুহিব্বুল্লাহ মুহিব বলেন, সততার সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে। সমাজের বাস্তবতা অনুধাবন করে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে তাহলে সুন্দর সমাজ উপহার দিতে পারব আমরা।
অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ভোলা জেলা ছাত্র কল্যাণ সংসদের অন্যতম সদস্য জোবায়ের হোসেন ইয়ামিন, দ্বীপবাংলা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আজিম উদ্দিন ছাইফী, বাংলাবাজার সচেতন ছাত্র সমাজের মূখ্য সংগঠক ওরিয়ান খান আকাইদ, তরুণ সমাজ ও সেবাচিন্তক মাহমুদুল হাসান ফারিয়ান, বাংলাবাজার কলেজ পাঠকবন্ধু জোটের সদস্য সচিব মুহিবুল্লাহ আল মুহিব, রুপালি ডিজিটাল প্রেস প্রিন্টের পরিচালক রবিউল হাসান, ভোলা জেলা সেবা সম্মিলিত ঐক্য সমাজের শুভাকাঙ্খক্ষী মো: রবি হাওলাদার। সর্বশেষ ভোলা জেলার সকল সংগঠনের মূল কেন্দ্রবিন্দু হিসেবে সেবা সম্মিলিত ঐক্য সমাজের সফলতা কামনা করেন এবং সকল সংগঠন ও সেবাপ্রেমীদের সমন্বয়ে অতিদ্রুত কার্যনির্বাহী সদস্য কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন।