স্টাফ রিপোর্টার:
চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ও চর ফ্যাশন থানার আয়েশাবাগ এলাকায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) চরফ্যাশনে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩টি ইটভাটাকে জরিমানা করা হয়।
জানা গেছে, ভোলার চরফ্যাশনের বিভিন্ন এলাকায় সরকারী নিয়ম-নীতি না মেনেই একাধিক ইটভাটা তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। এমন তথ্যের ভিত্তিতে চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার চর মানিকা ও চরফ্যাশন থানার আয়েশাবাগ এলাকায় অবস্থিত ৩টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি। মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ভোলার সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লংঘন ধারায় মোবাইল কোর্টর মাধ্যমে ৩টি ইটভাটাকে জরিমানা করা হয়। দক্ষিণ আইচার মেসার্স আব্দুল্লাহ ব্রিকস-কে ৩লাখ, মেসার্স মানিক ব্রিকস ও সততা ব্রিকসকে ২ লক্ষ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৩টি ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করার মাধ্যমে নগদ আদায় করা হয়। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে ভোলা জেলা পুলিশ, কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যবৃন্দ এবং অগ্নি নির্বাপণ কাজে নিয়োজিত চরফ্যাশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন। এছাড়াও অভিযানে পরিবেশ অধিদপ্তর ভোলার কর্মকর্তাসহ সদস্যগণ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে ভোলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া জানান, ৩টি ইটভাটাকে এক্সকেভেটর দ্বারা কিলন ভাঙ্গা এবং কাঁচা ইট নষ্ট করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় এরূপ অভিযান চলমান থাকবে।