1. admin@news.bholarnews.com : admin :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন

খামারিদের উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

ভোলায় ৩ দিনব্যাপী কৃষি খাত সংশ্লিষ্ট খামারিদের উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) পিপিইপিপি ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) প্রশিক্ষণের আয়োজনে করে। প্রশিক্ষণের উদ্বোধন করেন ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবির। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (লিগাল, এডভোকেসি ও ট্রেনিং) অ্যাডভোকেট বিথী ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহকারী প্রোগ্রাম সমন্বয়কারী হোমায়রা ফেরদৌস ও জিজেইউএসের পরিচালক (অর্থ ও হিসাব) মো. মোস্তফা কামাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন জিজেইউএসের উপ-পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী মো. আবুবকর তানভির। এই প্রশিক্ষণে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা, কোডেক, পরিবার উন্নয়ন সংস্থা এবং ওয়েভ ফাউন্ডেশনের মোট ৫০ জন খামারি অংশগ্রহণ করে।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ