1. admin@news.bholarnews.com : admin :
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন

রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর জামিল আহমেদকে সংর্বধনা

  • প্রকাশ কাল রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

ভোলার কৃর্তি সন্তান, বিশিষ্ট সাংবাদিক, উপস্থাপক, ধারাভাষ্যকার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর জামিল আহমেদের ভোলায় আগমন উপলক্ষে সংর্বধনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে ভোলা প্রেসক্লাবে ব-দ্বীপ ফোরামের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

দৈনিক আজকের সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন এর সভাপতিত্বে এই সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, প্রধান অতিথি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর জামিল আহমেদ।

এসময় বক্তব্য রাখেন, জামিল আহমেদের পিতা প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা ও সুযোগ্য পুত্র স্কাউটের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড বিজয়ী আয়ান আহমেদ, অধ্যক্ষ খালেদা খানম, জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিন বিল্লাহ, কালবেলা জেলা প্রতিনিধি ওমর ফারক, জনপ্রিয় সংগীত শিল্পী মনির চৌধুরী, আমার দেশ এর জেলা প্রতিনিধি ইউনুছ শরিফ, একুশে টিভি জেলা প্রতিনিধি মেসবাহ উদ্দিন শিপু, বিটিভি জেলা প্রতিনিধি এড. মনিরুল ইসলাম, ডিবিসি জেলা প্রতিনিধি এইচ এম জাকির, ব-দ্বীপ ফোরামের সমন্বয়কারী মীর মোশারেফ হোসেন অমি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডক্টর জামিল আহমেদ বলেন, আমি বিভিন্ন টেলিভিশনে ও সংবাদ মাধ্যমে কাজ করেছি। যদিও বর্তমানে আমি রেড ক্রিসেন্টের দায়িত্ব পালন করছি। এরপরও পেশায় আমি সাংবাদিক। আমি ভোলার সাংবাদিকতার উন্নয়নে কোন প্রয়োজন হলে আমি সহযোগীতা করবো। সাংবাদিকদের প্রশিক্ষণসহ তাদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাবো।

এর আগে শুক্রবার সন্ধ্যায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর জামিল আহমেদ এর সাথে ভোলা রেড ক্রিসেন্ট ইয়ুথ ভলেন্টিয়ারদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ