স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা সরকারি কলেজ শাখার পক্ষ থেকে কলেজ কর্মচারীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়। রবিবার (৮ ডিসেম্বর) সরকারি কলেজ শাখা শিবির সভাপতি আরিফ আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মিজানুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক গালিব আব্দুল্লাহ, ভোলা শহর সভাপতি আহমেদ হাসনাইন, শহর সেক্রেটারি আব্দুল্লাহ আল-আমিন, কলেজ সেক্রেটারি ওমর মুসান্নাসহ কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।