1. admin@news.bholarnews.com : admin :
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন

লালমোহনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

লালমোহন প্রতিনিধি:

ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদ ও জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের জনগণ লালমোহনের ব্যানারে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় লালমোহন চৌরাস্তার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর চৌরাস্তার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, মুফতি আলী আজগর, মাওলানা মো. জামাল উদ্দিন, আবদুল্যাহ আল মামুন, রাহাত হাসান রুমি প্রমূখ। এ সময় বক্তরা বলেন, আমাদের দেশে বিভিন্ন সময় সনাতন ধর্মালম্বীদের নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলা করেছে সন্ত্রাসী সংগঠন ইস্কন। যা অত্যন্ত নিন্দনীয়। আমরা সন্ত্রাসী সংগঠন ইস্কনের এমন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং উক্ত ঘটনায় ইস্কন সন্ত্রাসীদের সঠিক বিচারের দাবী জানান বক্তরা।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ