1. admin@news.bholarnews.com : admin :
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন

ফেসবুকে গুজব ছড়িয়ে জুলাই বিপ্লবের শহীদকে জীবিত করার চেষ্টা

  • প্রকাশ কাল বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

বোরহানউদ্দিন প্রতিনিধি:

ফেইসবুকে গুজব ছড়িয়ে জুলাই বিপ্লবে শহীদ নয়ন ফিরে এসেছে এমন প্রচার-প্রচারনায় করে ভোলার বোরহানউদ্দিন উপজেলার একটি আওয়ামী কুচক্রী মহল। ঘটনাটি ঘটেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে। উপজেলার টবগী ইউনিয়নের নুরুল ইসলাম এর পুত্র নয়ন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ঢাকার লালবাগে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ ও পরে একটি প্রাইভেট হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৯ আগষ্ট মৃত্যু বরন করেন।

নিহত পরিবার তার লাশ নিজ জন্মস্থান ভোলায় আনা হলে দাফনের জায়গা না থাকায় বিএনপি নেতা হাফিজ ইব্রাহিম এর প্রতিষ্ঠিত কলেজ প্রাঙ্গণের মসজিদস্থ কবরস্থানে দাফন করা হয়।

কিন্তুু স্থানীয় আওয়ামীলীগ নেতা ও টবগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট কামরুল আহসান চৌধুরী ও আওয়ামীমনা শিক্ষক তায়েফ তালুকদার ২রা ডিসেম্বর তাদের ফেইসবুকে একটি পোষ্ট করে জানান তার এলাকার জুলাই বিপ্লবের শহীদ নয়ন ফিরে এসেছে। ফেসবুক পোষ্টটি তখন পুরো জেলা জুরে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। এমন খবরে কালবেলা টিম ছুটে যায় শহীদ নয়নের বাড়িতে।

ফেইসবুক পোষ্টের কোনো সত্যতা পাওয়া যায়নি ফেইসবুক পোষ্টে যার কথা বলা হয়েছে তিনি ওমান প্রবাসী নয়ন তার পিতার নাম আনসারুল্লাহ তিনি ৮বছর যাবত ওমানে আছেন। গত ৬ মাস আগে ছুটিতে বাড়ি এসে পরিবারের সাথে সময় কাটিয়ে গেছেন।

স্থানীয় ও সচেতন মহল বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুষ্কৃতিকারীরা জুলাই বিপ্লবকে প্রশ্নবৃদ্ধ করতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তারা দোষীদের শাস্তি দাবী করেন।

জীবিত প্রবাসী নয়নের মা জানান, নিহত নয়নের বাড়ি আর আমার বাড়ি একই হওয়াতে ভুলে নিহত নয়নের বাবার নামের পরিবর্তে আমার স্বামীর নাম চলে এসেছে, তবে কোন টাকা পয়সা আমরা পাইনি। কে বা কারা গুজব ছড়াচ্ছে যে নিহত নয়ন বেঁচে ফিরছে। যারা গুজব রটাইছে তাদের বিচার দাবি করছি।

টবগী ইউনিয়ন বিএনপির সভাপতি নেসারউদ্দিন বাহার মিয়া জানান, জুলাই বিপ্লবে শহীদ নয়নকে নিজ হাতে দাফন-কাপনের ব্যবস্থা করেছি তারপরও আওয়ামী কুচক্রী মহল মিথ্যাচার করে ভেড়াচ্ছ। আসলেই এরা দেউলিয়া হয়ে জ্ঞান বুদ্ধি হাড়াতে বসেছে।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ