স্টাফ রিপোর্টার:
ভোলায় প্রকল্পভুক্ত অতি দরীদ্র পরিবারের বেকার সদস্যদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ শেষে টুলস ও সনদ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে প্রসপারিটি প্রকল্পের আওতায় হিড বাংলাদেশ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শিল।
হীড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ম্যানেজিং কমিটির সদস্য নুরুন্নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান, অধ্যক্ষ মোঃ কবির মাহমুদ, প্রকল্প সমন্বয়কারী নকিবুল ইসলাম, নেওয়াজ শরীফ টেশনিক্রাল অফিসার। স্বাগত বক্তব্য রাখেন ভোলা অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক মারিও মুক্তি মন্ডল। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অভিজিৎ দেবনাথ, মোঃ সাকিব হাওলাদার। অনুষ্ঠান উপস্থাপনা করেন পিজুস কুমার পাল। পরে ৪০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট ও টুলস বিতরণ করা হয়। প্রশিক্ষণের মেয়াদ ছিলো ৩ মাস।