স্টাফ রিপোর্টার:
ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের চর করিমদ্দিন মৌজায় সরকার পরিবর্তনের পর একের পর এক মানুষের জমি দখল করে চলছে স্থানীয় একটি গ্রুপ। এখানে কেউ ঘের বানাচ্ছেন, কেউ তরমুজ চাষের আয়োজন করছেন। তারা একটি রাজনৈতকি দল সমর্থিত হওয়ায় মানুষকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ করছেন ভুক্তভোগী ও সংশ্লিষ্টরা।
সোমবার বিভিন্ন গণমাধমের একদল সাংবাদিক ভেদুরিয়া ইউনয়নের চর করিমদ্দিনে গেলে জমির মালিকদের পক্ষে সুলতান আহমেদ, আবদুল মান্নান মিয়া অভিযোগ করেন এই চরে তাদের আত্মীয়-স্বজনদের ৫৬৫, ১৪৯ ও ১৩ নং খতিয়ানে ৫৫৪ ও ৫৫৫ নং দাগে ৪৭ একর জমি রয়েছে। তারা শুরু থেকে এই জমি ভোগ দখল করে আসছেন। গত ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর স্থানীয় ইব্রাহিম, সাত্তার ও জিয়া তাদের জমিতে ভেকু দিয়ে মাটি কেটে ঘের তৈরি করছে।
এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ করছেন তাদের জমি বেদখলের। এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য ইব্রাহিমের ০১৭৩৮০৬৬৭৭৫ নাম্বারে একাধীকবার ফোন করলেও ফোন রিসিভ করেনি। এ ব্যাপারে ভুক্কভোগীরা ভোলা নৌবাহিনী ক্যাম্পে গেলে সেখান থেকে বলা হয় নৌ-বাহিনী জায়গা জমির বিষয় দেখে না।
এ ব্যাপারে জেলা মহিলা দলের সভানেত্রী ও এপিপি অ্যাডভোকেট সাজেদা আখতার জানান, বিষয়টি জেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব হেলাল উদ্দিন অবহিত আছেন। ভুক্তভোগীরা সরকারের গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের দায়িত্বশীলদের সরজমিনে পরিদর্শন করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন।