1. admin@news.bholarnews.com : admin :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন

দৌলতখানে শিক্ষকদের মতবিনিময় সভা

  • প্রকাশ কাল রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

দৌলতখান প্রতিনিধি:

একাডেমিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনতে ভোলার দৌলতখানে হালিমা খাতুন মহিলা কলেজে শিক্ষকদের সঙ্গে গভার্নিং বডির সাবেক সভাপতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) দুপুরে অধ্যক্ষের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কলেজের রেগুলার রুটিন ওয়ার্ক পরিচালনার দায়িত্বে থাকা প্রভাষক মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের গভার্নিং বডির সাবেক সভাপতি ও বিএনরি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ খালেদা খানম।

বিশেষ অতিথি ছিলেন, জয়নুল ল্যাবরেটরী হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল নোমান, কলেজের জ্যেষ্ঠ প্রভাষক গিয়াস উদ্দিন নিরব, উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপি সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে খালেদা খানম বলেন, কলেজের সার্বিক কাঠামোগত উন্নয়ন ও সংস্কারের কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং একাডেমিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। এসময় বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ