1. admin@news.bholarnews.com : admin :
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:০০ অপরাহ্ন

তজুমদ্দিনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

  • প্রকাশ কাল সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

তজুমদ্দিন প্রতিনিধি:

বহুল আলোচিত একুশে আগষ্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সকল আসামীরা খালাস পাওয়ায় ভোলার তজুমদ্দিনে বিএনপির নেতাকর্মিরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। রবিবার (১লা ডিসেম্বর) দুপুরে বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ খালাসের রায় ঘোষনার পরেই তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে আহাম্মদ ভবনের দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে নেতাকর্মিদের মাঝে মিষ্টি বিতরণ করেন। এ সময় এক সংক্ষিপ্ত বক্তৃতায় মোস্তাফিজুর রহমান বলেন, তারেক রহমান বাংলাদেশের ভবিষৎ। তার নামে স্বৈরাচার সরকারের সময় দায়ের হওয়া মিথ্যা মামলাগুলি বাতিল হওয়ায় সাধারণ মানুষ আনন্দিত। দলীয় নেতাকর্মিরা তাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার গঠন করে দেশ উন্নয়নের রোল মডেল হবে। এ সময় উপস্থিত ছিলেন, সম্ভুপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা আলহাজ¦ কাজী ছালামত উল্যাহ, জহুরুল হক মাষ্টার, হাজী আক্তার হোসেন, যুবদল নেতা হাজী জাহিদুর রহমান মিরন, গোলাম মোস্তফা সবুজ, রিয়াজ পাঞ্চায়েত, মোঃ কবির, লোকমান পাটওয়ারী, দুলাল পাটওয়ারী, সোলাইমান পোদ্দার, নুরে আলম তালুকদার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা হাজী সাইদুর রহমান রিপন, মোশারেফ হোসেন, ফরিদ উদ্দিন হাওলাদার, নাজিম পাটওয়ারী, শাহিন চৌধুরী, হাসেম হাওলাদার, শাখাওয়াত হোসেন তালুকদার, ওলামাদল নেতা মাও.ফারুক, মাও. মাকসুদ, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জুলফিকার হাওলাদার, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মমিনুল ইসলাম শাকিল, যুগ্ম আহবায়ক শরিফ হাওলাদার, ছাত্রদল নেতা হাসানুল বান্না, মেহেরাব হোসেন, মেহেদী হাসানসহ দলীয় শত শত নেতাকর্মি উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ