লালমোহন প্রতিনিধি:
ভোলার লালমোহন ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমোহন অফিসের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু হাসনাইন এর সভাপতিত্ব এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা জানান, একবিঘা জমির অনুকূলে প্রত্যেক কৃষককে এসব বীজ-সার সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে বীজ ও সার পাবে ২ হাজার ২শত কৃষক ।সার পাবে ৪হাজার ৫শত জন কৃষক। এসকল বীজ ও সারের দিয়ে দুই হাজার ২শত ১১ একর জমি চাষ করা যাবে।ফসলের মধ্যে রয়েছে হাইব্রীড উফসি ধান, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, সয়াবিন, চিনাবাদাম, মুগ ডাল, খেসারি ডাল, মশুর ডাল, ফেলন ডাল ও শীতকালীন পেঁয়াজ। তিনি আরো জানান, ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৬হাজার ৭শত কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হবে।