স্টাফ রিপোর্টার:
ভোলায় ৫শ’ ২০ মন জাটকা ও ১শ’ কেজি শাপলা পাতা মাছ জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোলা সদর উপজেলার গরুত্বপূর্ণ বিভিন্ন বাজার থেকে অভিযান পরিচালনা করে এ মাছ জব্দ করা হয়। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফট্যান্টে সাব্বির আহমেদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ নভেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইস ভোলার সেকশন কমান্ডার রাসেদুল ইসলামের নেতৃত্বে একটি টিম ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট, হোমিও কলেজ মোড়, আলীনগর মাদ্রাসা বাজার রোডে অভিযান পরিচালনা করে। এ সময় ওইসব এলাকা থেকে ৩টি মিনি ট্রাক তল্লাশি করে ৫শ’ ২০ মন জাটকা ইলিশ, ১শ’ কেজি শাপলা পাতা মাছ, ৩টি ট্রাকসহ ৬ জনকে আটক করে। পরবর্তীতে সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসানের উপস্থিতিতে সোমবার রাতেই জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, গরীব ও দুস্থ্য পরিবারের মাঝে বিতরণ করা হয়। এছাড়া শাপলা পাতা মাছ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃত জাটকা বহকারী ৬জনকে মুচলেকা গ্রহণকরত ৩টি ট্রাকসহ ছেড়ে দেয়া হয়।