স্টাফ রিপোর্টার:
ভোলায় র্যাব-৮ এর অভিযানে একাধিক মামলার আসামী আলতু মাতাব্বরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে ভোলা খেয়াঘাট এলাকায় এমভি ভোলা লঞ্চ থেকে আলতাফ মাতাব্বরকে গ্রেপ্তার করা হয়। তিনি ভোলা সদর উপজেলার বাপ্তা ২নং ওয়ার্ডের কালাই মাতাব্বরের ছেলে। আলতাফ মাতাব্বরের বিরুদ্ধে ভোলা, লক্ষ্মীপুর ও বরিশালের হিজলা থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানান, মেঘনার বুকে জেগে উঠা ভোলার চরের অসংখ্য সাধারণ মানুষদের জিম্মি করে চাঁদাবাজী ও দখল বাণিজ্যসহ অসংখ্য অভিযোগ রয়েছে আলতু মাতাব্বরের বিরুদ্ধে। এসব জঘন্য অপরাধের সাথে জড়িত থাকলেও আইন-শৃঙ্খলা বাহিনীর ধরা ছোঁয়ার বাহিরে থেকে বহুদিন যাবৎ আলতু বাহিনী দেশের বিভিন্ন জায়গায় পলাতক থেকে তাদের সন্ত্রাসীমূলক কার্যক্রম চলমান রেখেছে। অবশেষে র্যাব-৮ এর গোয়েন্দা সহযোগিতায় ৬ ঘন্টা অভিযান চালিয়ে আলতুকে আটক করেন। পরবর্তীতে তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।