স্টাফ রিপোর্টার:
ভোলায় দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে তাকে সদর উপজেলার কাচিয়া থেকে আটক করে বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন বিসিজি বেইস এর মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট সাব্বির আহমেদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন বিসিজি বেইস এর একটি দল ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নে বিশেষ অভিযান পারিচালনা করে। এ সময় সেখান থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী রায়হান খলিফা (২৩) কে আটক করা হয়। অভিযানকালে সেখান থেকে বাংলাদেশ পুলিশের লুট হওয়া একটি হ্যান্ডক্যাপ, ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রায়হান খলিফা দীর্ঘদিন যাবত চাঁদাবাজী, ছিনতাই, মাদক চোরাকারবারি এবং সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন অপরাধ করে আসছিলো। আটককৃত সন্ত্রাসীকে জব্দকৃত আলামতসহ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলে সন্ত্রাসী কর্মকান্ড দমনে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। তারই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করে সন্ত্রাসী রায়হান খলিফাকে আটক করা হয়। ভবিষ্যতেও দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের এ অভিযান বা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।