1. admin@news.bholarnews.com : admin :
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন

বিদায় বেলায় অশ্রুসিক্ত ভোলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো. সানাউল হক

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

বিশেষ প্রতিনিধি:

বিদায় বেলায় কাঁদলেন এবং কাঁদালেন ভোলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো. সানাউল হক । ভোলায় দীর্ঘদিন বিচারিক কর্মজীবনের কথা স্মরণ করে কেঁদেছেন তিনি। তার বক্তব্য দেওয়ার এসময় সংবর্ধনাস্থলে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এ সময় উপস্থিত তার পত্মীসহ সকল কর্মকর্তা-কর্মচারীকেও কাঁদতে দেখা যায়। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় তাকে বদলিজনিত বিদায় উপলক্ষে আদালত ভবনের হলরুমে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় । ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দে-এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফারুক হোসাইন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. জুয়েল, জেলা জজ আদালতের নাজির আব্দুল কাদের জিলানী, কোর্ট পুলিশ পরিদর্শক সামসুল আরেফিন, বেঞ্চ সহকারী মো. সালাউদ্দিন, প্রধান তুলনাকারী মুসরাত জেরিন মুনিয়া প্রমুখ । বক্তারা বিদায়ী অতিথির সাথে কর্মময় জীবনের স্মৃতিচারণ করে আবেগে আপ্লুত হন এবং তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন ।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ