স্টাফ রিপোর্টার:
জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মরহুম মুহাম্মদ আলতাফ হোসেন এর রুহের মাগফেরাত কামনায় ভোলায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলের ভোলা প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মামুনুর রশীদ শাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম প্রমূখসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া স্মরণসভা ও দোয়া মোনাজাত শেষে জাতীয় সাংবাদিক সংস্থা ভোলা জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নজরুল হক অনুকে আহ্বায়ক ও মোঃ মনছুর আলমকে সদস্য সচিব নির্বাচিত করে ১১ সদস্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়।