স্টাফ রিপোর্টার:
ভেদুরিয়ায় আগুণে পুড়ে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বান্দেরপার বাজারে এ ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গ্রামাঞ্চল হওয়ায় বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যার পরপরই বন্ধ হয়ে যায়। রাত আনুমানিক একটার সময় স্থানীয় লোকজন একটি দোকানে আগুন দেখতে পেয়ে আশেপাশের লোকজনদের ডাকতে থাকে। মুহূর্তের মধ্যেই আগুন বাজারের পাশের দোকানে ছড়িয়ে পরে। এতে অন্তত ৬টি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়। পরে স্থানীয়রা ভোলা সদর ফায়ার সার্ভিসে সংবাদ দিলে কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুরে যাওয়া টেইলার্সের দোকান মালিক স্বপন (ছিদ্দিক) জানান, তার দোকানের শুরু থেকে প্রায় ৮ লক্ষ টাকার কাপড়ের মালামাল ছিলো, এখন সে সব কিছু হারিয়ে পথে বসতে শুরু করেছে। ফাস্ট ফুডের দোকান মালিক মোঃ মনির হোসেন জানান, আমার দোকানে প্রায় ৫ লক্ষ টাকার মালামাল ছিলো, আগুনে পুরে সব কিছু শেষ হয়ে গেছে, এখন আমি পথের ফকির হয়ে গেলাম।
ভেলুমিয়া ফাঁড়ির ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। কীভাবে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে এটি তদন্ত করে বিস্তারিত বলা যাবে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকার বেশি, তবে অগ্নিকান্ডে হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানা গেছে।