স্টাফ রিপোর্টারঃ
ভোলায় বিবা’র মানবতার দুয়ারে যেন দরিদ্র অসহায় শত শত নারী-পুরুষের ঢল নেমেছে। শুক্রবার (২২ নভেম্বর) সকালে সদর উপজেলার ভোকেশনাল রোডে অবস্থিত মানবতার দুয়ারে প্রত্যেক শুক্রবার সকালে মানবতার দুয়ারে দরিদ্র অসহায় শত শত নারী-পুরুষের ঢল নামে বলে জানান আয়োজকরা।
বিবা’র “মানবতার দুয়ার” এগিয়ে চলছে “মানবতার সেবায়। “আপনার প্রয়োজনে নিয়ে যান, অন্যের প্রয়োজনে দিয়ে যান” এই স্লোগানকে সামনে রেখে “দি বেস্ট ইনিশিয়েটিভ অব ভোলা এসোসিয়েশন’ (বিবা) আয়োজনে মানবতার দেয়াল থেকে শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১১টায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে চাল বিতরণ করা হয়। এ মহতী উদ্যোগকে উৎসাহ দিতে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল।
অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো: রকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আলমগীর হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আমিনুল হক, শিক্ষক সাখাওয়াত হোসেন ও সাংবাদিক শিমুল চৌধুরী। বিবা’র সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজিজুল ইসলাম। এ ছাড়া সাংবাদিক মো: আনোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
মানবতার দুয়ারে চাল পেয়ে খুশি অসহায় পরিবারগুলো। তারা আনন্দের সাথে বলেন, আজকের এই জুমার দিনে আমাদেরকে এক কেজি করে চাল দেওয়া হয়েছে। আমরা অনেক খুশি হয়েছি। যারা আমাদেরকে এই খাদ্যের সুযোগ করে দিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন অসহায় দরিদ্র এসব মানুষ।
এসময় বক্তারা বলেন, গত প্রায় দেড় বছর ধরে মনিরুল ইসলাম মানবতার দুয়ারের উদ্যোগ নিয়ে সাধারণ অসহায় দরিদ্র মানুষের মাঝে চাল-ডাল, তরিতরকারি, সবজিসহ বিভিন্ন পোশাক বিতরণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি অসহায় সাধারণ মানুষের কথা চিন্তা করে একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন। মানবতার জন্য তিনি এরকম একটি ভালো কাজে এগিয়ে আসায় আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। বক্তারা বলেন, সমাজের বিত্তশালীরা যদি এভাবে মানবতার সেবায় এগিয়ে আসেন তাহলে আমাদের সমাজের গরীব অসহায় মানুষরা একটু স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারবে। এসময় বক্তারা নিজ নিজ যায়গা থেকে এই মানবতার দুয়ারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বিবা’র নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি। গরীব অসহায় মানুষের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় ‘মানবতার দুয়ার’ এর কার্যক্রম শুরু করেছি। আমরা এই মানবতার কাজে যেভাবে সাংবাদিক, সুধী সমাজ, ব্যবসায়ী, চাকরিজীবী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। আশা করছি সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে আগামী দিনগুলোতে গরীব অসহায় মানুষের সেবায় আরও অনেক কাজ করে যাবো ইনশাআল্লাহ। নিঃস্বার্থভাবে ছিন্নমূল অসহায় মানুষের সাহায্য ও সেবা করাই মানবধর্ম। প্রতি শুক্রবার সকাল ১০টায় এই মানবতার দেয়াল থেকে সবজী বিতরণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত প্রায় দেড় বছর ধরে ভোলা সদর উপজেলার ভোকেশনাল রোডে অবস্থিত মানবতার দুয়ারে প্রত্যেক শুক্রবার সকালে মানবতার দুয়ারে দরিদ্র অসহায় শত শত নারী-পুরুষের মাঝে বিতরণ করা হচ্ছে বিভিন্ন খাদ্যসামগ্রী ও পোশাক।