স্টাফ রিপোর্টার:
ভোলা সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের উদ্বোধন করা হয়েছে। এ ক্লাবে কলেজের ইংরেজি শিক্ষকরা প্রতি সপ্তাহে সোমবার আগ্রহী শিক্ষার্থীদের বিনা বেতনে ইংরেজি ভাষা শেখাবেন। বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানসহ বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি শিক্ষার বিকাশ ঘটাতে এই ক্লাব ব্যাপক ভূমিকা রাখবে বলে জানান উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি। সোমবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় কলেজের ইংরেজি বিভাগে আনুষ্ঠানিকভাবে এই ক্লাবের উদ্বোধন করেন প্রধান অতিথি ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.টি.এম রেজাউল করিম। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মো. হাসান’র সভাপতিত্বে ইংরেজি বিভাগের প্রভাষক কামরুন নাহার, প্রভাষক মো. রিয়াজ উদ্দিন ও প্রভাষক মো. নূর হোসেন উপস্থিত ছিলেন।