বিশেষ প্রতিনিধি:
মহান বিজয় দিবস-২৪ উপলক্ষে ভোলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) জেলা প্রশাসক হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনজুর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আজাদ জাহান।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার শরীফুল হক, নৌ-কন্টিনজেন্টের কমান্ডার আসাদ, সিভিল সার্জন ডা: মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোবাশ্বের আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, বিএনপির সিনিয়র নেতা আমিনুল ইসলাম খান, আজকের ভোলা সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারী হারুন-অর-রশিদ, জেলা বিএনপি সভাপতি (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম রতন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভোলার বেশ কয়েকজন সমন্বয়কসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিগর্ব ও সরকারী বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ। এ সময় বক্তারা মহান বিজয় দিবস যথাযথভাবে উদযাপনের লক্ষে বিভিন্ন দিক-নির্দেশান ও পরামর্শ প্রদান করেন।