ডেস্ক নিউজঃ
পৌরসভার সাবেক প্যানেল মেয়র (১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর) মঞ্জুরুল আলম মঞ্জু ভাই মারা গেছেন। শুক্রবার (৩০ নভেম্বর) ভোর ৩টায় ঢাকায় ইসলামী ব্যাংক সেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬১ বছর।
জানা যায়, মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ মাগরিব ভোলা সরকারি স্কুল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার নিজ প্রতিষ্ঠিত পৌর বাপ্তা (আবহাওয়া অফিস সংলগ্ন) গোরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, তিনি ২০০৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ভোলা পৌরসভার কমিশনার ও প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।