1. admin@news.bholarnews.com : admin :
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন

বোরহানউদ্দিনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • প্রকাশ কাল শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

বোরহানউদ্দিন প্রতিনিধি:

বোরহানউদ্দিনে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৮টার দিকে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের শেষ সীমানা ডাওরী বাজার সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে ডাওরী খাল থেকে এ মরদেহ উদ্ধার করেন বোরহানউদ্দিন থানা পুলিশ।

স্থানীয়রা জানায়, বিকাল আনুমানিক ৪.১৫ ঘটিকার সময় নামাজ শেষ করে সেখানে গেলে হঠাৎ একটি নিথর দেহ দেখতে পায় । পরে বোরহানউদ্দিন থানায় খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এখনো মরদেহটির পরিচয় পাওয়া যায়নি এখন।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ ছিদ্দিক জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ টি উদ্ধার করে বোরহানউদ্দিন থানার নিয়ে এসেছি। এখনো মৃত ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে শনাক্তের জন্য চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সকালে মর্গে পাঠানো হবে।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ