স্টাফ রিপোর্টারঃ
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও ট্রাক প্রতিক বরাদ্দ পাওয়ায় আনন্দ মিছিল বের করেছেন ভোলার তজুমদ্দিনের ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদ। শুক্রবার বেলা ১১ টায় তজুমদ্দিন সরকারি কলেজ থেকে আনন্দ মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন ফরাজী,ভোলা জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব আতিকুর রহমান আবু তৈয়ব, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি গাজী মোঃ এমরান, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মাহবুব রহমান, যুব অধিকার পরিষদের আহবায়ক কবির আলম, সম্পাদক হাছনাইন তানভীর, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী দুঃশাসন থেকে জাতি মুক্তি পেয়েছে। গণঅধিকার পরিষদ এই আন্দোলনে সরাসরি অংশ নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রেখেছে। ট্রাক প্রতিক নিয়ে নুরুল হক নুরু ও রাসেদ খানের নেতৃত্বে গণঅধিকার পরিষদ আগামী নির্বাচনে অংশ গ্রহণ করে জনগণের অধিকার প্রতিষ্ঠার নিশ্চয়তা প্রদান করবে।