1. admin@news.bholarnews.com : admin :
বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন

পাঙাশের পোনা নিধনের অবৈধ ফাঁদ উদ্ধার

  • প্রকাশ কাল শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

চরফ্যাশন প্রতিনিধি:

চরফ্যাশন উপজেলার মেঘনা নদী থেকে পাঙাশ মাছের পোনা নিধনের অবৈধ ফাঁদ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলার নতুন স্লুইচঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে ১০টি অবৈধ চাই (বাঁশের তৈরি ফাঁদ) উদ্ধার করা হয়। পরে যথাযথ প্রক্রিয়া এসব ফাঁদ জনসম্মুখে বিনষ্ট করা হয়। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের নির্দেশনায় ও চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপুর সহযোগিতায় এবং তত্ত্বাবধায়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান এবং চরফ্যাশন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. কামাল উদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ