চরফ্যাশন প্রতিনিধি:
চরফ্যাশনে ধান সিদ্ধ করার বয়লার বিস্ফোরণে মো. আল আমিন (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি চরমাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের মৃত জলিল মাঝির ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। আহতরা হলেন-নিহতের সহোদর ভাই ফিরোজ ও বয়লার মিল মালিক মনির। শুক্রবার ভোর ৫টায় উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামে এ ঘটনা ঘটে। চরফ্যাশন হাসপাতালের জরুরী বিভাগ সুত্রে এসব তথ্য পাওয়া গেছে।
মিল মালিক মনিরের স্ত্রী এবং স্থানীয়রা জানান, ভোর ৮টায় হঠাৎ বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙে যায়। তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন নিহত ও আহতরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। স্থানীয়রা ৩ জনকে চরফ্যাশন সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই গুরুতর আহত ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। মিল মালিক মনিরকে চরফ্যাশন সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, মিল মালিক মনির অন্য জায়গায় দেখে এসে ধান সেদ্ধ করার বয়লার চুল্লিটি তিন দিন আগে নিজেই তৈরি করেছেন। গত ৩দিন যাবত প্রতিদিন ভোরে চুল্লিতে আগুন দেয়া হয়। বিজ্ঞানসম্মত না হওয়ায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তারা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বয়লার বিষ্ফোরণে চুল্লির পাইপ, ছিন্নভিন্ন ইটের টুকরাগুলো পুরো মাঠে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। স্বজন হারানোদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। তাদের কান্নায় খবর পেয়ে দেখতে আসা উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।