1. admin@news.bholarnews.com : admin :
বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন

দৌলতখানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

দৌলতখান উপজেলা বিএনপি ঐতিহাসিক ৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালন করেছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি দিবসটি পালনে দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল উপজেলা দলীয় অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও শোভাযাত্রা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপজেলা দলীয় অফিসে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উদ্দেশ্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্বারোপ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন তালুকদার।

বিএনপির এ নেতা তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদী স্বৈরশাসক শেখ হাসিনা এখনো ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান। আলোচনা সভায় তিনি দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ও চক্রান্ত রুখে দিয়ে জাতীয় স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় দলীয় অফিসে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফখরুল আলম টপি, সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ কুট্রি, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন মাস্টার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল বশির মেম্বার, সহ-সভাপতি হাজী আকবর হোসেন, সাধারণ সম্পাদক ও ভবানীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম আযম পলিন, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, পৌর বিএনপি নেতা কাজী কামাল, নুর মিয়ার হাট আঞ্চলিক বিএনপি নেতা আশ্রাফুল ইসলাম ফরিদ মাস্টার প্রমূখ। পরে বিএনপির নেতৃবৃন্দ দলীয় অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে শহরে একটি শোভাযাত্রা বের করে পৌর শহর পদক্ষিণ করে।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ