স্টাফ রিপোর্টার:
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দৌলতখান বাংলা বাজার আঞ্চলিক যুবদল কর্তৃক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৪ টায় ভোলা দৌলতখান বাংলাবাজার চত্তরে বাংলাবাজার আঞ্চলিক যুবদল কর্তৃক এ আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার মধ্য দিয়ে দেশে ক্ষমতার পটপরিবর্তন ঘটে। এরপর ওই বছরের ৩ নভেম্বর কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। শুরু হয় সেনাবাহিনীতে পাল্টাপাল্টি অভ্যুত্থানের ঘটনা। এসব ঘটনার একপর্যায়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দী হন। ৭ নভেম্বর এক অভ্যুত্থানের মাধ্যমে তিনি মুক্ত হন। সেই ঐতিহাসিক দিনকে সরন করে প্রতিবছর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে জাতীয়তাবাদী বিএনপি ও বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠন বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এ দিবসটি পালন করে আসছেন। তারই ধারাবাহিকতায় ভোলা দৌলতখান বাংলাবাজারে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে যুবদল জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। এ সময় তিনি ভিডিও সম্মেলনের মাধ্যমে দৌলতখান বাংলাবাজার যুবদল নেতাকর্মীদের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি যে দিবসের ইতিহাস তুলে ধরার পাশাপাশি দৌলতখান বিএনপির অঙ্গসংগঠনের মাধ্যমে ভোলা বাংলাবাজারের বিভিন্ন অনিয়ম শক্ত হাতে রুখে দেয়ার প্রতিশ্রুতি জ্ঞাপন করেন।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি সরোয়ার আলম, সাংগঠনিক সম্পাদক মাহমুদ মোরশেদ কুট্টি, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আজম, বোরহানউদ্দিন পৌরসভা বিএনপির সহ-সভাপতি আলী একবার পিন্টুসহ দৌলতখান বাংলাবাজার বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।