তজুমদ্দিন প্রতিনিধি:
তজুমদ্দিনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছেন উপজেলা বিএনপি। বৃহস্পতিবার বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে র্যালি পরবর্তী আলোচনা সভায় উপজেলা বিএনপি সদস্য সচিব ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক জাকির হোসেন হাওলাদার, মাকসুদুর রহমান হাওলাদার, গোলাম সরোয়ার, শাহাদাত হোসেন পাটোয়ারী, মহিউদ্দিন জুলফিকার, জাহাঙ্গীর আলম, জাকির হোসেন মনু, ওলামা দলের সভাপতি মাওঃ আঃ হালিম জাহাঙ্গীর, উপজেলা যুবদলের আহবায়ক হাসান সাফা পিন্টু, সদস্য সচিব মোঃ শাজাহান, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন মায়া, সেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান পাটোয়ারী, সদস্য সচিব মোঃ আঃ গফুর, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন, শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক সেলিম, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোঃ মামুন হোসেন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার মিলিত ঐক্যের এই বিপ্লব দেশ ও জাতিকে অনাকাঙ্খিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল। অভূতপূর্ব সেই বিপ্লব-অভ্যুত্থানের মধ্য দিয়ে সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনা প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। যার হাত ধরে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে চলছিল।