স্টাফ রিপোর্টার:
কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্য নিয়ে ভোলা সদর হাসপাতাল ব্যস্থাপনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১০ নভেম্বর) দুপুর ২টায় ভোলা সদর হাসপাতালের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
নারীপক্ষের অধিকার এখানে, এখনই প্রকল্পের আওতায় ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্ম ভোলা জেলার আয়োজনে ভোলা সদর হাসপাতাল সুষ্ঠ ব্যবস্থাপনা ও চিকিৎসার মান উন্নয়নের লক্ষে জেলা সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ভোলা জেলা সিভিল সার্জন ডা: মু: মনিরুল ইসলাম এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক মো: জাহাঙ্গীর আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা: তৈয়বুর রহমান, প্লান ইন্টার ন্যাশনাল বাংলাদেশ ভোলা প্রজেক্ট ম্যানেজার নাসরিন নাহার, ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশের নির্বাহী পরিচালক আদিল হোসেন তপু, ভোলা সদর হাসপাতালের নার্সিং সুপার ভাইজার নাসরিন বেগম, সিনিয়র স্টাফ নার্স মোসা: আরিফুন্নেছা, শিক্ষিকা তাসলিমা আক্তার সিমু, এখন টিভির জেলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমান, তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্ম ভোলা জেলা সমন্বয়কারী মো: নোমনসহ তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্মের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়ন এবং জেলা সদর হাসপাতালে কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবার মান বৃদ্ধিসহ স্যানিটেশন ব্যবস্থা, শিশু, নারী ও কিশোর কিশোরী বান্ধব গড়ে তোলার লক্ষ্যে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা নিয়মিতকরন সেই সাথে কমিটির সদস্যদের দায়ত্বিগুলোকে সঠিকভাবে পালন করার ব্যাপারে আলোচনা করা হয়। এছাড়াও ভোলা সদর হাসপাতালের বিভিন্ন সমস্যা ও তা সমাধানে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এসময় ভোলা সদর হাসপাতালের কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্যসেবা মানবৃদ্ধির জন্য কিশোরী কর্ণার এখন থেকে ২৫০ শয্যা হাসপাতালের নতুন ভবনে নতুন করে স্থাপন করার কথা জানান আরএমও। এতে হাসপাতালে বয়ঃসন্ধি কালীন স্বাস্থ্যসেবা আরো তরান্বিত হবে বলে জানানো হয়।