লালমোহন প্রতিনিধিঃ
শিক্ষা-শৃঙ্খলা-সম্প্রতি শ্লোগানে ভোলার লালমোহনের স্থায়ী বাসিন্ধা বিভিন্ন কলেজ ও মাদ্রাসার তরুণ প্রভাষকদের নিয়ে আত্মপ্রকাশ করলো “লালমোহন তরুণ প্রভাষক ফোরাম”। এতে সর্বসম্মতিক্রমে ধলীগৌর নগর ডিগ্রি কলেজের প্রভাষক মো. হাসানুজ্জামানকে সভাপতি এবং সম্ভুপুর শাহে আলম মডেল কলেজের প্রভাষক এম রিয়াজ উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির আত্মপ্রকাশ করা হয়।
শুক্রবার সন্ধ্যার পর লালমোহন বাজারের চাইনিজ রেস্টুরেন্ট ফুডপ্লেসে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডা: আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের ভুগোল ও পরিবেশ বিষয়ের প্রভাষক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে এবং সম্ভুপুর শাহে আলম মডেল কলেজের ভুগোল ও পরিবেশ বিষয়ের প্রভাষক এম রিয়াজ উদ্দিন হাওলাদারের সঞ্চলনায়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ লালমোহন থানা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সাবেক সভাপতি মো. বাহালুল কবির শাকিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জর্জকোর্টের এডভোকেট রাজিব হাসনাত শাকিল।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. নুরুদ্দিন (আলতাজের রহমান ডিগ্রি কলেজ), সহ-সভাপতি আমজাদ হোসেন সুজন (লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা), মো. হারুন অর রশিদ (ডা: আজাহার উদ্দিন ডিগ্রি কলেজ), মো. মিজানুর রহমান (ডাওরীহাট সিনিয়র ফাজিল মাদ্রাসা), মো. সাদিদ হাওলাদার (সম্ভুপুর শাহে আলম কলেজ), সৈয়দ মহিউদ্দিন (গজারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, মো. মোস্তফা কামাল (চাঁদপুর আলিম মাদ্রাসা), রুমা আকতার (বদরপুর নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়), সিনিয়র যুগ্ম সম্পাদক পুলিন চন্দ্র দাস (রমাগঞ্জ স্কুল এন্ড কলেজ), যুগ্ম সম্পাদক মো. মোসলে উদ্দিন (চাঁদপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা), মো. নজরুল ইসলাম তুহিন (ধলীগৌর নগর ডিগ্রি কলেজ), আ: লতিফ (দৌলতখান মহিলা কলেজ), আবদুল্লাহ আল ইসলাশ (তজুমদ্দিন মহিলা কলেজ), নুর হোসেন নাঈম (গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজ), মো. ফয়সাল (করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজ), মো. হোসেন (করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজ), সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন (ওবায়েদুল হক মহাবিদ্যালয়), সহ-সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান (করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজ), মো. ফারুক হোসেন (বালুরচর দালাল বাজার স্কুল এন্ড কলেজ), এমরান হোসেন (করিমজান কালিম মাদ্রসা), অর্থ সম্পাদক মো. ইব্রাহীম (সেরাজিয়া ভেদুরিয়া ফাজিল মাদ্রসা) দপ্তর সম্পাদক নিয়াজ মেহেদী (হাজী নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়), প্রচার সম্পাদক জাবেদ ইকবাল (সম্ভুপুর শাহে আলম মডেল কলেজ), ক্রীড়া সম্পাদক মো. রাকিব (সম্ভুপুর মাহে আলম মডেল কলেজ) তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদ ওয়াহিদ মুরাদ (হাজী নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়), মিলনায়তন ও আপ্যায়ন সম্পাদক মো. তোকির আহমেদ (তজুমদ্দিন মহিলা কলেজ), সমাজ কল্যাণ সম্পাদক বাকের হোসেন (শম্ভপুর শাহে আলম মডেল কলেজ) নির্বাহী সদস্য আবু তৈয়ব (গজারিয়া সিনিয়র মাদ্রাসা) মো. ফকরুদ্দিন (নাজিউর রহমান ডিগ্রি কলেজ), মো. রফিক বালুরচর দালাল বাজার স্কুল এন্ড কলেজ। এদিকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন লালমোহনের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীবৃন্দ।