মোঃ মামুন, চরফ্যাশন:
কুয়েতে প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশী বিভিন্ন পেশায় কর্মরত আছেন। তাদের মধ্যে প্রবাসীদের অনেকেই নিজ মেধা, পরিশ্রম আর ভাগ্যের জোরে শ্রমিক থেকে প্রতিষ্ঠা পেয়েছেন সফল ব্যবসায়ী হিসেবে। এরমধ্যে আঃমজিদ জিয়া একজন। তিনি কুয়েত আসার পর থেকে ধাপে ধাপে গার্মেন্টস ব্যবসা শুরু করেন। বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। কুয়েত সিটিতে গড়ে তুলেছেন ফ্যাশন গ্যালারি সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। যেখানে স্বাবলম্বী হয়েছেন অনেক প্রবাসী।
ব্যবসায়ী আঃমজিদ জিয়া বলেন, আমরা চাই বাংলাদেশ আরও জনবল আসুক। অন্য দেশে দক্ষ জনবল আসে, কিন্তু আমাদের সে তুলনায় দক্ষ জনবল আসে না। আমরা চাই দক্ষ লোকবলগুলো এখানে আসুক।
তার প্রতিষ্ঠানে বাংলাদেশ, ফিলিপাইন, ভারত, নেপালের অনেক শ্রমিক কর্মরত আছেন।
এছাড়া, ব্যবসায়ী আঃমজিদ জিয়া বাংলাদেশেও বিভিন্ন প্রতিষ্ঠান, সুপারশপ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ট্রাস্টি হিসেবে জড়িত আছেন
কুয়েত প্রবাসী আঃমজিদ জিয়া গণমাধ্যমে উক্ত সাক্ষাৎকালে এসব কথা বলেন ।